তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষক পদে নিয়োগ সুপারিশ যোগদান ও এমপিওভুক্তির জটিলতায় পড়া ২৭৬ জন প্রার্থীকে নতুন করে নিয়োগ সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ ও ৮ প্রাথমিক সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল সোমবার রাতে তাদের নতুন নিয়োগ সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের ও প্রতিষ্ঠান প্রধানদের এসএমএস পাঠিয়ে নতুন সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএ জানিয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি, যোগদান করেও এমপিওভুক্ত হতে পারেননি, এমপিও পদে আবেদন করে নন-এমপিও পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কারণে নিয়োগে নিষেধাজ্ঞা থাকায় যোগদান করতে পারেননি এমন প্রার্থীদের মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ এবং ৮ জনকে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে এমপিওভুক্ত পদে প্রতিস্থাপন করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, প্রার্থীরা স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৩য় গণবিজ্ঞপ্তি সেবাবক্সের প্রতিস্থাপন মেন্যুতে অথবা সরাসরি নির্ধারিত লিংকে (http://ngiresult.teletalk.com.bd/) ক্লিক করে ফল দেখতে পাবেন।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের লিংক থেকে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে প্রিন্টেড কপি নিয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে বলেছে এনটিআরসিএ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।