মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার আন্দোলনরত শিক্ষকদের নেতা ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকড হয়েছে।
বুধবার রাতে তিনি নিজেই দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে আমার ফেসবুক হ্যাক হয়েছে। আমার ফেসবুক প্রোফাইল ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারছি না।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের সময় ঠিক হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন কোনো কোনো শিক্ষক।
এ বিষয়ে বিটিএর সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়নি। যারা ফেসবুকে লিখছেন কিসের ভিত্তিতে লিখছেন তা তারাই ভালো বলতে পারবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।