সাবিহা সুমি, দৈনিক শিক্ষাডটকম : চতুর্থ নিয়োগচক্রে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ভুল চাহিদার কারণে নিয়োগবঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন। দাবি আদায়ে তারা মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) স্মারকলিপি দিয়েছেন। চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেয়ার সময় তারা এনটিআরসিএর সচিবের সঙ্গেও কথা বলেছেন।
নিয়োগবঞ্চিতদের পক্ষে স্মারকলিপি জমাদানকারী মো. এনামুল হক দৈনিক আমাদের বার্তাকে জানান, প্রতিষ্ঠান প্রধান যদি ভুল না করতেন তাহলে তাদের মেধা অনুযায়ী কোনো না কোনো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হতেন।
কান্নাজড়িত কন্ঠে এনামুল বলেন, চূড়ান্ত সুপারিশ পেয়েও এমপিওভুক্ত শিক্ষক হতে না পেরে পরিবার নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছেন তারা। সমাজেও তারা অপমানিত ও লজ্জিত, যোগ করেন তিনি।
তারা জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে গত বছর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৩২ হাজার ৪৮০ জনের মধ্যে ২৭ হাজারের বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করে শিক্ষক হিসেবে চাকরি করছেন। অথচ তারা আজও রাস্তায় রাস্তায় ঘুরছেন।
স্মারকলিপি জমা দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন উজ্জল মিয়া, খাদেমুল হক, আমিনুর রহমান, সৌরভ বিশ্বাস, আমিনুল ইসলাম, আতিয়া রেজুয়ানা মৌসুমী ও আহসান হাবিব।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।