বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, একটি কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সম্পর্কের ব্যবধান কমিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা অনুধাবন করে তা পূরণে শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ মডিউল নিয়ে ইউজিসিতে গতকাল সোমবার অনু্ষ্ঠিত অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হাসান মারুফ।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক সম্মানের। ক্লাসরুমে ছাত্র-শিক্ষক সম্পর্কের বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে। শ্রেণি কক্ষে শিক্ষার্থীরা কি চাচ্ছে শিক্ষকদের সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, এখনকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তিনি শিক্ষার্থীদের ভালভাবে বোঝা, তাদের আবেগ-অনুভূতির প্রতি যথাযথ সম্মান দিতে শিক্ষকদের পরামর্শ দেন।
প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। মানব উন্নয়ন সূচকে ভালো অবস্থানে যেতে হলে শিক্ষাকে কেন্দ্রে রাখতে হবে বলে তিনি জানান। দক্ষ শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকতার ব্রত নিয়ে কাজ করতে তিনি শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ইউজিসি’র এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক, ইউজিসি’র যুগ্ম-সচিব (অতিরিক্ত দায়িত্ব) মুহম্মদ নাজমুল ইসলামসহ ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় দেশের ১০৬ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) -এর পরিচালক ও মনোনীত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।