শিক্ষার্থীকে মারধরের অভিযোগ জাবি ছাত্রলীগের বিরুদ্ধে - দৈনিকশিক্ষা

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ জাবি ছাত্রলীগের বিরুদ্ধে

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গানের অনুষ্ঠান শেষে মঞ্চে উঠতে বাধা দেয়ায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের চার নেতা-কর্মীর বিরুদ্ধে। শনিবার রাতে ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সেলিম আল-দীন মুক্তমঞ্চে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী চারজনকে অভিযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো- সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের ইমাম মাহমুদ রিসান, শরিফুল ইসলাম সোহান ও মৃন্ময় দাস এবং একই বিভাগের ৪৮ তম ব্যাচের শাহরিয়ার শুভ। এদের মধ্যে শুভ শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মৃন্ময় সহ-সম্পাদক এবং সোহান নির্বাহী সদস্য। আর রিসান ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

ভুক্তভোগী মামুনুর রশীদ ইতিহাস বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ওই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন জাবি জোনের সাধারণ সম্পাদক।

অভিযোগপত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ১০ টায় ইতিহাস বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ব্যান্ডদল ‘আর্টসেল’ সংগীত পরিবেশন করে মঞ্চ থেকে নামছিল। এই সময় অভিযুক্ত রিসান মঞ্চে উঠার চেষ্টা করলে মামুন বাধা দেন। এতে রিসান উত্তেজিত হয়ে মামুনের বুকে আঘাত করেন। মঞ্চের অন্য স্বেচ্ছাসেবকরা তখন এগিয়ে এসে প্রতিবাদ জানালে রিসানের সঙ্গে যুক্ত হয়ে শুভ, সোহান এবং মৃন্ময় সংঘবদ্ধভাবে মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে।

এ বিষয়ে মামুন বলেন, অনুষ্ঠান শেষে সাউন্ড সিস্টেমের লোকেরা মঞ্চে ছিল। তাদের অনেক যন্ত্রপাতি ছিল। মঞ্চে কেউ উঠলে সাউন্ড সিস্টেমের লোকেদের সমস্যা হচ্ছিল বলেই আমি সেখানে উঠতে নিষেধ করেছিলাম। কিন্তু আমাকে মারধর করা হয়।'

তবে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন,  এ ঘটনায় অভিযোগপত্র পেয়েছি। আজকে একটি মেয়ে আরও গুরুতর অভিযোগ করেছেন। সেটাও শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে। অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032851696014404