শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডির জন্য তথ্য সফট্ওয়ারে এন্ট্রি করতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। এদিন পর্যন্ত ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও আপলোড করা যাবে। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির সুযোগ ছিলো। সেসময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্প থেকে বিষয়টি জানিয়ে চিঠি সব সরকারি বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে। গতকাল বুধবার চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।
গত ১ জানুয়ারি প্রকল্প পরিচালক অধ্যাপক মো. শামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রোফাইল ডাটাবেজ প্রণয়ন ও ইউআইডি দেয়ার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে স্টুডেন্ট প্রোফাইল ডাটাবেজ সফটওয়্যারে মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ চলছে। ডাটা এন্ট্রির সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিলো। ডাটা এন্ট্রি কার্যক্রমের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত পুননির্ধারণ করা হলো। এ সময়সীমা আর বৃদ্ধি করা হবে না। এ দিনের মধ্যে ডাটা এন্ট্রির কাজ শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।