শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন তারা।
এর আগে, সোমবার রাতে হাসপাতালের সামনের একটি দোকান থেকে ওষুধ কেনাকে কেন্দ্র করে মেডিকেলের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।
এ নিয়ে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ডা. মিথুন ঘোষ জানান, রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী সহপাঠীসহ হাসপাতালে সামনে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ওই ব্যবসায়ীকে কমিশনের ১০ শতাংশ বাদ দিতে বলেন। এ নিয়ে মেডিকেল শিক্ষার্থী ও ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা তাদের মারধর করেন। এ ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম বলেন, এ উত্তেজনাকর পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনে প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে রাত ১২টায় ধর্মঘটের ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসা পরিষদ।