নতুন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান।
তিনি বলেন, ‘আমার অনুরোধ তোমরা পড়াশোনায় মনোযোগী হবে, বুয়েটের মাঠে আসবে। আমি তোমাদেরকে বুয়েটের মাঠে দেখতে চাই।
বুধবার বিকেলে বুয়েট জিমনেসিয়াম কমপ্লেক্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। অনুষ্ঠানে অভিভাবক-শিক্ষার্থীসহ প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক।
এ ছাড়াও বুয়েটের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা, ইনস্টিটিউট, অফিস ও পরিদপ্তরের পরিচালক, হল প্রভোস্টরা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকে তোমাদের একটি বিশেষ দিন। আমি আশা করি তোমরা বুয়েটে চান্স পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এটা শুধু মুখে নয় কাজে-কর্মে। বই পড়লে মানুষের মনের বিকাশ ঘটে, আর মননের বিকাশ ঘটে বিদ্যার চর্চায়। শুধু পড়াশোনা নয় এর সঙ্গে-সঙ্গে খেলা-ধুলাও করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বুয়েট একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তার অর্থ হচ্ছে জনগণের টাকায় এই বিশ্ববিদ্যালয়। এটা শুধু কথার কথা নয়, জনগণের ট্যাক্স এর টাকা জাতীয় কোষাগারে জমা হয়। সেখান থেকে বরাদ্দ হয়। তার মানে জনগণের রক্তের ঘামের উপরে আমরা দাঁড়িয়ে আছি। সেখানে বসে আমরা প্রকৌশলী হয়ে উঠছি। তাই স্বাভাবিক ভাবেই আমাদের দায়িত্ব অনেক।