শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করতে কুমিল্লার মুরাদনগরে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করি, বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ১১টায় মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ব্যক্তিগত উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে উদ্বুদ্বকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমূল হুদা।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খাঁন পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদারসহ উপজেলার সব পর্যায়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।