দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : মাধ্যমিক ও নিম্মমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বেতনের চাপ কমানোর কাজ চলছে। অভিভাবকদের পাশে দাঁড়াতে বেতনের চাপ কমানোর বিষয়টি প্রক্রিয়াধীন বলেছে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার চট্টগ্রামের জামালখান সিনিয়রস্ ক্লাবে নির্বাচনী বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উপমন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে সোচ্চার। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষায়। তারা চেষ্টা চালাচ্ছেন মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের পাশে দাঁড়াতে। তাই এই শ্রেণির শিক্ষার্থীদের মাসিক বেতন কমানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, তিনি আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির একজন সদস্য। তারা এ ইশতেহারে বিকেন্দ্রেীকরণ নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ঢাকার ওপর চাপ কমানো এবং স্থানীয় নাগরিকদের সুবিধার জন্য আদালত, অফিস, বিশ্ববিদ্যালয়সহ সব ক্ষেত্রে যেনো রাজধানীমুখিতা কমে সেজন্য বিকেন্দ্রীকরণের বিষয়টা ইশতেহারে আনছেন।
নওফেল বলেন, আওয়ামী লীগ মনে করেন এই সরকার উন্নয়ন করেছে এবার দরকার কর্মসংস্থান। এটাকেও তারা এবারে নির্বাচনী স্লোগান করার প্রস্তাব করেছেন বলে জানান তিনি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।