চৌদ্দ দলের মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিগত দিনে শিক্ষা যে মানদণ্ড ছিলো, আজ তা কমে গেছে। আজকের দিনে বড় প্রয়োজন সামাজিক অবক্ষয়কে রোধ করা। আর তাই প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দায়িত্ব নিয়ে পুথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মানবিক শিক্ষা দিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদরের নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদযাপন কমিটির সভাপতি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।
অনুষ্ঠানকে ঘিরে স্কুলটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসে। দলে দলে বিভিন্ন বয়সের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আড্ডা আনন্দে একশ বছরের এ মাহেন্দ্রক্ষটিকে ফ্রেমবন্দি করেন। শতবছরের এ উৎসবকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়েছে।