জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, যেকোনো শিক্ষার্থীই তার প্রফেশনালিজম দিয়ে নিজ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করতে পারে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিবিএ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য আরো বলেন, বর্তমানে আমাদের শিক্ষার্থীরা ক্যারিয়ার নির্ভর হয়ে পড়ছে কিন্তু সঙ্গে-সঙ্গে তাদেরকে নিজ জীবনে মূল্যবোধের প্রাধান্য দিতে হবে। তাহলেই দেশ ও জাতির কল্যাণে কাজে আসতে পারবে।
অনুষ্ঠানে ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
তিনি বলেন, আমাদের জীবন দর্শন ঠিক করতে হবে আমরা যেনো নিজস্ব স্বকীয়তার মাধ্যমে নিজেকে স্বার্থক করে গড়ে তুলতে পারি। এজন্য জীবনে সততা ও ন্যায়পরায়ণতার বিকল্প নেই। সবাইকে ধৈর্য ও সাহসের মাধ্যমে নিজ অর্জনের জন্য তৈরি হতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। এ সময় ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।