শিক্ষার সব খবর সবার আগে প্রকাশ করে দৈনিক শিক্ষাডটকম। আর শিক্ষার ব্রেকিং নিউজ ও ভিডিও নিউজ প্রকাশ করা হয় দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে। তাই সবার আগে শিক্ষার ব্রেকিং নিউজ জানতে ও ভিডিও নিউজ দেখতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
যেভাবে সাবস্ক্রাইব করবেন:
উপরের লিংক ক্লিক করুন। দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেল আসবে। এবার মাঝে লাল রংয়ের SUBSCRIBE (সাবস্ক্রাইব) লেখায় ক্লিক করুন। এরপর SUBSCRIBE (সাবস্ক্রাইব) লেখার ডান পাশে বেল বাটন (ঘণ্টির মতো দেখতে) চাপুন। আপনার সাবস্ক্রাইব সম্পন্ন হবে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনার জি-মেইল অ্যাকাউন্ট থাকতে হবে। আগে জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। আর জি-মেইল অ্যাকাউন্ট না থাকলে আগে অ্যাকাউন্ট করে নিন।
এছাড়া ব্রাউজ করেও চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে। ব্রাউজারে Youtube লিখে সার্চ করুন। ইউটিউবে যান। ইউটিউবের সার্চ অপশনে গিয়ে Dainik Shiksha লিখে আবার সার্চ করুন। দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেল পাওয়া যাবে। লাল রংয়ের SUBSCRIBE (সাবস্ক্রাইব) লেখা ক্লিক করুন। অথবা দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে গিয়ে লাল রংয়ের SUBSCRIBE (সাবস্ক্রাইব) লেখা ক্লিক করুন। এরপর SUBSCRIBE (সাবস্ক্রাইব) লেখার ডান পাশে বেল বাটন (ঘণ্টির মতো দেখতে) চাপুন। আপনার সাবস্ক্রাইব সম্পন্ন হবে।
এছাড়া শিক্ষার সব খবর একসাথে পেতে ফেসবুক পেইজে লাইক দিন। দৈনিক শিক্ষা পড়ুন। দেশকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা পরিবারের সকলের জন্য কাজ করছে দৈনিক শিক্ষা।