সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের মানসম্পন্ন ও সময়োপযোগী প্রশিক্ষণ দেয়ার আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার সিকৃবির আইকিউএসি'র সম্মেলনকক্ষে কোয়ালিটি অ্যাস্যুরেন্স কমিটির (কিউএসি) ১৫তম সভায় আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের পরিচালনায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।