শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অতীতের তুলনায় আমাদের শিক্ষার মান অনেক বেড়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ের কারিকুলাম আধুনিকায়ন করা হয়েছে। শিক্ষার্থীরা এখন গ্রুপভিত্তিক পড়ালেখার সুযোগ পাচ্ছে। নিজেরা নিজেদের মতো পড়ালেখার সুযোগ পাচ্ছে। পরীক্ষার বোঝা অনেক কমিয়ে আনা হয়েছে।
রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেশিরভাগ শিক্ষার্থী চাকরির পেছনে ছুটে। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তন ও আদর্শ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টিতে অভিভাবকদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যবইয়ের কারিকুলাম যুগোপযোগী করতে আমূল পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি।
সমাবর্তনে মোট এক হাজার ৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে স্নাতক এক হাজার ১৪০ জন ও স্নাতকোত্তর পর্যায়ের ছিলেন ৩১৯ জন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।