শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রকল্প চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৪) ১ কোটি ২৪ লাখ ডলার অনুদান দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। দেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩০ কোটি টাকা। প্রকল্পটিতে মূল অর্থায়নের বাইরে বাড়তি এ অনুদান দেবে সংস্থাটি।
এ বিষয়ে গতকাল সোমবার বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইআরডি সচিব শরিফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তিতে সই করেন।
পিইডিপি-৪-এর মাধ্যমে প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কার্যকর, যথাযথ ও শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত করার উপযোগী একটি দক্ষ, ব্যাপক এবং সমতাভিত্তিক প্রাথমিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করা হচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।