মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন সরকারি স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা অফিসে কর্মরত গ্রেড-১৯ ও গ্রেড-২০ভুক্ত কর্মচারীদের জ্যেষ্ঠতার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, নূন্যতম এসএসসি পাস গ্রেড-১৯ ভুক্ত কর্মচারীদের, নূন্যতম এসএসসি পাস গ্রেড-২০ ভুক্ত কর্মচারীদের এবং নূন্যতম ৮ম শ্রেণি পাস গ্রেড-২০ ভুক্ত কর্মচারীদের আলাদা জ্যেষ্ঠতার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তর বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অধিদপ্তরাধীন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে গত ৯ মার্চ গ্রেডভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিলো। ওই তালিকা থেকে প্রচলিক বিধি মোতাবেক খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তর আরো জানিয়েছে, তালিকায় থাকা কর্মচারীকে তার নামের পাশের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করতে হবে। তথ্যে কোন ধরণের অসঙ্গতি থাকলে, মন্তব্য কলামের উল্লেখিত আপত্তি নিষ্পত্তি করতে বা প্রকাশিত তালিকার বিষয়ে কোনো আপত্তি, অভিযোগ বা পরামর্শ থাকলে ত্রিশ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সরাসরি বা ডাকযোগে আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে কর্মচারীদের।
প্রস্তুতকৃত খসড়া তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপলোডকৃত তালিকা খসড়া জ্যেষ্ঠতার তালিকা। প্রয়োজন সাপেক্ষে বিধি মোতাবেক যেকোনো পরিবর্তন ও পরিমার্জন করা হবে বলেও জানিয়েছে অধিদপ্তর।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষা অফিসের গ্রেড-১৯ ও গ্রেড-২০ভুক্ত কর্মচারীদের জ্যেষ্ঠতার খসড়া তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।