মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ২২ জানুয়ারি পর্যন্ত ভাইভা পরীক্ষা চলবে। ২০২১ খ্রিষ্টাব্দের ২০ মার্চ এ পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়েছিলো।
মঙ্গলবার নিরাপত্তা প্রহরী পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ভাইভার ভেন্যু ও সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, রাজধানী মিরপুর রোডের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিজ্ঞান উন্নয়ন ভবনে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের লিখিত পরীক্ষার সূচি তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।