মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে ১০ম থেকে ২০তম গ্রেডের জনবল নিয়োগে বুক সর্টার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ ২৪৬ প্রার্থীর ভাইভা নেয়া হবে। রাজধানী মিরপুর রোডের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিজ্ঞান উন্নয়ন ভবনে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। বুক সর্টার পদে ভাইভার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিধপ্তর।
জানা গেছে, ২০২১ খ্রিষ্টাব্দে ২০ মার্চ এ পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য বুক সর্টার পদে নিয়োগের লিখিত পরীক্ষার সূচি তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।