শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ চান পাতারহাট আরসি কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের নানা রকমের অনিয়ম ও দুর্নীতি উল্লেখ করে কলেজে শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ নিয়োগ দিতে আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মারকলিপি গ্রহণ করলাম। জেলা প্রশাসকের কাছে এটা পাঠানো হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভিডিয়ো ভাইরালের পরদিন গত বুধবার জুন কলেজে আসেন। পরে শিক্ষার্থীরা তার অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত চান। কিন্তু তিনি আদায়কৃত অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে শিক্ষার্থীদের তোপের মূখে পুলিশ প্রটোকলে কলেজ ত্যাগ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার তিনি কলেজে আসেননি।
প্রসঙ্গত, ইউএনও, এডিসি, ডিসিকে সম্মানী দিতে অতিরিক্ত ফি দিতে হয়-সরকারি পাতার হাট আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তায় সংবাদ প্রকাশিত হয়।