নীলফামারী সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিদের নিয়ে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা আলী শাহরিয়ার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গাজিউর রহমান।
কর্মশালায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন সম্পর্কে সভাপতি ও প্রধানদের জানানো হয়। এর সমন্বয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে দিক নির্দেশামূলক আলোচনা করা হয়। এরমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক যেমন, যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন, বাল্যবিয়ে প্রতিরোধ, ভোটের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াসব্লক নিশ্চিত করাসহ নানা দিক তুলে ধরা হয়। কর্মশালায় প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিরা এ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করার আশ্বাস দেন।