শিক্ষা ভবনে আলোচিত কাবুল মোল্যা। ১৭ বছর আগে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে ঢাকার বাইরের একটা সরকারি স্কুল থেকে বদলি হয়ে মাধ্যমিক ও উ্চচশিক্ষা অধিদপ্তরের মাদরাসা শাখায় এসেছিলেন। পরে কলেজ শাখায়ও চাকরি করেন কয়েকবছর। জি এ শাখায় আছেন প্রায় সাত বছর ধরে। পদোন্নতি পেয়ে ১৪তম গ্রেডে উচ্চমান সহকারী পদে আছেন ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে।
ঢাকায় একাধিক ফ্ল্যাটসহ ধন দওলতের যৎকিঞ্চিৎ ফিরিস্তি পাওয়া গেছে। এর মধ্যে বছিলা সিটি হাউজিং ও রোড নং ১১, ক্রিস্টাল গ্যানিমেড-এ তার ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপন দেখা গেছে।কিভাবে টানা ১৭ বছর শিক্ষা ভবনেই আছেন? ঢাকায় ফ্ল্যাটের অর্থের উৎস কি ? ওয়ান ইলেভের সরকারের আমলে এসে কীভাবে এখনও বহাল তবিয়তে আছেন? তার কাছ থেকে এসব প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। ফোন রিসিভ করেন না। ডেস্কে গেলে শোনা যায় উনি এখন এডি এডমিনের কক্ষে পেনশনের ফাইল নিয়ে। সেখানে গিয়েও দেখা মেলে না কাবুলের। হাস্যরস করে সহকর্মীদের কেউ কেউ বলেন, অবৈধ অর্জিত টাকা পয়সা রক্ষায় কান্দাহার গেছেন!