শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীনের মৃত্যুতে কমিটির সভাপতির পদটি শূন্য হয়েছিল।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ অধিবেশনে দু’টি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
চারবারের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিকে সভাপতি করে গঠিত কমিটিতে মোট সদস্য সংখ্যা ১০ জন।
আওয়ামী লীগের মনোনয়নে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-২ থেকে টানা তৃতীয়বার সদস্য সদস্য নির্বাচিত হন সাগুফতা ইয়াসমিন এমিলি। এরআগে ১৯৯৬ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হন। নবম সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা এমিলি।