দৈনিক শিক্ষাডটকম শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট এবং পরে এর জের ধরে ওই ছাত্রকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহপরাণ হলে তাঁর আবাসিক রুম সিলগালা করেছে হল প্রশাসন।
গত সোমবার রাতে শিবির আখ্যা দিয়ে হল থেকে বের করে দেওয়া শিক্ষার্থী এস এম শাখাওয়াত শাকিব নিলয় রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার এ শিক্ষার্থী জানান, তিনি হলের বৈধ শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের কর্মী। কে বা কারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেয়। সেখানে তাঁকে শিবিরকর্মী হিসেবে আখ্যা দিয়ে এর সঙ্গে একটা ভয়েস রেকর্ড যোগ করে দেয়। ভয়েস রেকর্ডের কথা তাঁর নয়। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পোস্ট দিয়েছে বলে দাবি করেন তিনি।
নিলয় আরও বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হলে প্রক্টর স্যার এলে আমাকে ডাকেন, তখন স্যারদের সঙ্গে কথা বলি। তারা আমাকে বাইরে থাকতে বলেন এবং আমার ৪২১ নম্বর কক্ষ সিলগালা করে দেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা এখনও প্রমাণ হয়নি। আমরা সব তথ্য তদন্ত করে দেখব। এর মাঝে যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় এবং নিরাপত্তার জন্য তাকে হলের বাইরে থাকতে বলা হয়েছে।