‘শিশুরা বাঁচুক হাসিতে, শিশুরা বাঁচুক খুশিতে’ এই প্রত্যয়ে দিনভর আনন্দঘন ও উৎসবমুখর নানা আয়জনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি।
শুক্রবার ‘বৈশাখের রঙ লাগাও প্রাণে’ এই শিরোনামে শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে একাডেমি প্রাঙ্গণে ১০০ ফুট ক্যানভাসে রঙ তুলিতে আঁচড় দিয়ে শুরু হয় বর্ষবরণ। শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও চেয়ারম্যান লাকী ইনাম রঙ তুলিতে ক্যানভাসে রঙ দিয়ে বর্ষবরণ ১৪৩০ উদযাপন উদ্বোধন করেন।
একপ্রান্তে যখন যখন শিশু-কিশোর, প্রশিক্ষক এবং অভিভাবকদের রঙ তুলিতে সাজছে ১০০ ফুট দীর্ঘ ক্যানভাস, ঠিক তখনই অপর প্রান্তে শুরু হয়ে যায় আমাদের চিরায়ত লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢাক ঢোলের তালে তালে লাঠিয়াল বাহিনীর নানা ধরণের কলাকৌশলে মেতে উঠে পুরো শিশু একাডেমি প্রাঙ্গণ।
এরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের পাশাপাশি এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারী।