বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ও শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। তীব্র এই শীতে বস্ত্র পেয়ে খুশি শিশুদের অভিভাবকরা।
হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, আমরা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১৮ তম ব্যাচ। এই ব্যাচের আমরা সবাই মিলে একটি ফান্ড গঠন করি। উদ্দেশ্য হলো ফান্ডের অর্থ দিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করা। যেহেতু আমরা এই মেডিক্যাল কলেজের ছাত্র তাই মেডিক্যালের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই এবার আমরা হাসপাতালে ভর্তি শিশুদেরকে শীতবস্ত্র দিলাম। এতে করে একটু হলেও শিশুরা শীত নিবারণ করতে পারবেন। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখবো।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, শেবাচিমের ১৮ তম ব্যাচের ছাত্র ও পিরোজপুর জেলা স্বাচিবের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বাদল, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল বারী, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তৈহিদুল ইসলাম, আরিফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক ডা. লোকমান হাকিম, সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনসহ অনেকে।