মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে আন্দোলনে সন্তানদের নিয়ে এসেছেন কয়েকজন শিক্ষক বাবা। সোমবার সরেজমিনে গিয়ে রাজধানীর প্রেসক্লাবে মাধ্যমিক শিক্ষকদের লাগাতার কর্মসূচি ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষক সঙ্গে তাদের সন্তান এসেছেন।
এমন একজন শিক্ষক দেবব্রত রায়। গোপালগঞ্জ জেলার পূর্ব কোটালিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত। দুই ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মানবেন্দ্র রায় (১২) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মানস রায়কে (৮) নিয়ে সরকারিকরণের দাবি আদায়ের আন্দোলনে এসেছেন তিনি।
শিক্ষক দেবব্রত রায় দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমার বাসায় ফিরে যাওয়ার ইচ্ছে নেই। প্রায়ই আমার সন্তানরা টেলিফোন করে জানতে চায়, বাবা কোথায়? তাই তাঁদেরকে নিয়ে আন্দোলনে এসেছি। আমাদের একটাই দাবি সরকারিকরণ।
অন্দোলন স্থলে সন্তানদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি মাথায় আসেনি। আশা করি তাদের কোনো ক্ষতি হবে না।
এদিকে আট বছরের ছেলে আব্দুর রহমানকে নিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর থেকে রাজধানীর প্রেস ক্লাবে এসেছেন শিক্ষক মিজানুর রহমান। মিজানুর জেলার আকুবপুর আলিম মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত রয়েছেন।
মিজানুর রহমান বলেন, এই আন্দোলন শুধু আমাদের একা। এই আন্দোলন পরিবারের সব সদস্যদের ভালো রাখার আন্দোলন। আমি আন্দোলনে আসবো দেখে আমার ছোট ছেলেকেও সঙ্গে এনেছি। এটি শুধু আর শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন নিয়ে এখন পরিবারের সদস্যদের মধ্যেও আলোচনা হয়।
প্রসঙ্গত, নানা বৈষম্যের অভিযোগ তুলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষকরা। গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকদের অভিযোগ, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মধ্যে ‘পাহাড় সমান’ বৈষম্য রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে এলেও তাদের দাবি উপেক্ষিত রয়ে গেছে। তাই কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।