এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা ছুটির দিন শুক্রবারও অনুষ্ঠিত হবে। আগামী ৪ জুনের মধ্যে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। প্রতিদিন হবে একটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। শুক্রবারসহ অন্যান্য দিনে এ পরীক্ষা নিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধান ও স্থানীয় প্রশাসনকে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, ২৪ মে থেকে ৪ জুনের মধ্যে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা নিতে বলেছে বোর্ড। আর আগামী শনিবার (২৭ মে) এসএসসি ও দাখিল ভোকেশনালের স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৪ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোকার প্রভাবে তা স্থগিত করেছিলো কারিগরি শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ব্যবহারিক বিষয়ের পরীক্ষা শুক্রবারসহ অন্যান্য দিন গ্রহণ করার জন্য বলা হলো। ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবারসহ সপ্তাহের অন্যান্য যেকোনো দিন কেবল মাত্র একটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রতিদিন একটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ৪ জুনের মধ্যে শুক্রবারসহ সুবিধাজনক দিনে ব্যবহারিক পরীক্ষা পরিচালনা করতে পারবে এবং ১০ জুনের মধ্যে অবশ্যই অনলাইনে পিএফ নম্বর পাঠাতে হবে।
সব ডিসি, ইউএনও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।