সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত নয়টার পরে শাহবাগ ছেড়ে যাওয়ার আগে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম।
এর আগে দীর্ঘ চার ঘন্টারও বেশি সময় অবরোধের পরে শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
আন্দোলনকারীরা অবরোধ শেষে জরুরি অধিবেশন ডেকে সংসদে আইন পাস করে কোটার সমাধানের দাবিও তোলেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম বলেন, আগামীকাল (শুক্রবার) বিকেল চারটায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে দেশের প্রত্যেক কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ সমাবেশ করবেন তারা।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দলে-দলে হতে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সেখান থেকে দল বেধে শাহবাগের অভিমুখে রওনা হয় তারা।