নতুন শিক্ষাক্রমে পাঠদানের জন্য শিক্ষকদের প্রশিক্ষণে কোনো ঘাটতি থাকবে না বলে দাবি করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। গতকাল সোমবার তিনি বলেন, ঠিকঠাক প্রশিক্ষণ দিয়ে শিক্ষকদের দক্ষ ও যোগ্য করে তোলা হবে। প্রথম দফায় বছরের শেষ পাঁচ দিন দেশজুড়ে নতুন শিক্ষাক্রমের জন্য প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা।
এই প্রশিক্ষণকে পর্যাপ্ত মনে করেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পাঁচ দিনের প্রশিক্ষণের বাইরে আরো প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা। আগামী পহেলা জানুয়ারি শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই পাবে। এর পর ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হওয়ার পর রবিবার থেকে বৃহস্পতিবার এই পাঁচ দিনে শিক্ষকরা নতুন শিক্ষাক্রমে পাঠদান করাতে গিয়ে নানা সীমাবদ্ধতায় পড়বেন। এসব সীমাবদ্ধতা কাটাতে সপ্তাহের শুক্র ও শনিবার করে মোট ৬ দিন শিক্ষকদের আবার প্রশিক্ষণ দেয়া হবে। অর্থাৎ শুক্র ও শনিবার স্কুলে সাপ্তাহিক ছুটি থাকলেও শিক্ষকদের প্রশিক্ষণ নিতে হবে। তিন সপ্তাহ ধরে চলবে এই প্রশিক্ষণ।
মাউশি মহাপরিচালকের মতে, এভাবে প্রশিক্ষণ দিলে শিক্ষকদের ব্যবহারিক জ্ঞান লাভ হয়ে যাবে।
প্রসঙ্গত, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর দেশজুড়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন মাস্টার ট্রেইনাররা। এর আগে ৬ দিনের প্রশিক্ষণ নিয়ে তারা মাস্টার ট্রেইনার হওয়ার যোগ্যতা পান। আগামী জানুয়ারি থেকে দেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হচ্ছে। কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণ না থাকায় নতুন শিক্ষাক্রমের সফলতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।