জাতীয় জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র বা এনআইএস কার্যকরভাবে মেনে নেয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।
তিনি আরো বলেছেন, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেই মানুষ সুখী হতে পারে না, প্রয়োজন মানসিকতার উন্নয়ন। ব্যক্তিগত, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নৈতিকতার চর্চা, চরিত্রনিষ্ঠা, শুদ্ধাচার অনুশীলন করতে হবে, তবেই সমাজব্যবস্থা উন্নত হবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অনুষ্ঠিত স্টেকহোল্ডার সেমিনার ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সেমিনার হয়।
সুখী-সমৃদ্ধ সোনার বাংলা রূপকল্প এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রমুখ।
জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে বুটেক্সের ডীন, অধ্যাপক, বিভিন্ন বিভাগের প্রধান, বুটেক্সের বিভিন্ন ক্লাব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের দপ্তর ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।