ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শেকলে বেঁধে বাবা ও তার ১১ বছরের শিশু ছেলেকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান আসামি লতিফ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ১১ দিকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের লতিফ খান তার বাড়ির উঠোনে মজুদ করে রাখা সুপারি চুরির অভিযোগে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে একই গ্রামের দিন মজুর বাবুল হাওলাদার ও তার শিশু ছেলে ছাব্বির হাওলাদারকে (১১) বাড়ির উঠোনে গাছের সাথে রাতভর শেকলে বেঁধে রাখেন। পরদিন বিষয়টি এলাকায় জানাজানির পর সকালে স্থানীয় ভাবে সালিশ বসিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে বাবা-ছেলে ছেড়ে দেয়া হয়। এর আগে মারধর ও শেকলে বাঁধে নির্যাতনে এলাকার আরও এক ব্যক্তি লতিফ খানের সঙ্গে অংশ নেয়। মামলায় তাকেও আসামি করা হয়েছে। তবে, সে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত লতিফ খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।