রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নগর কৃষি মেলা।
শনিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়।
নগর কৃষি মেলা আয়োজক পর্ষদ এ মেলার আয়োজন করে। মেলায় আটটি শেয়ারিং গ্রুপ, সাতটি বাই-সেল গ্রুপ, পাঁচটি নার্সারি, বেশকিছু উদ্যোক্তা, শেকৃবির কৃষি ক্লাব, ই-কৃষি ক্লিনিকসহ প্রায় ৪০টি গ্রুপের সমাগম হয়।
আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। অনেকেই পছন্দের গাছের চারা বা ছাদ বাগানের বিভিন্ন উপকরণ কিনে নিয়ে যান।
মেলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রশিদ ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, বর্তমানে কৃষিজমি নষ্ট করে ভবন, মার্কেট করা হচ্ছে। শহরে মাটি খুঁজে পাওয়া কষ্টকর। দূষিত ঢাকাকে কিছুটা দূষণমুক্ত ও বাসযোগ্য করতে নগর কৃষির বিকল্প নেই।
অনুষ্ঠানে নগর কৃষিতে ভূমিকা রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
আয়োজক পর্ষদের আহ্বায়ক গোলাম হায়দার বলেন, আমরা ছাদ বাগানের সঙ্গে সবাই পরিচিত। আমরা মনে করি নগরবাসীরা মোটামুটি সবাই জেনে গেছেন যে আমাদের ছাদগুলো খালি রাখা যাবে না, ছাদ বাগান করতে হবে। কিন্তু আমরা মনে করছি এখন সময় এসেছে এটির আঙিনা, পরিসর আরও বড় করা দরকার। এজন্য বলেছি নগর কৃষি।