বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাঁরা এই ইস্যুতে আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রীর সুচিকিৎসাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
জানা যায়, পরীক্ষা পদ্ধতি নিয়ে কয়েকজন শিক্ষকের অমানবিক আচরণের শিকার হয়ে গত বৃহস্পতিবার ১০ তলা হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কৃষি অনুষদের এক ছাত্রী । অসুস্থতার কারণে তিনি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নিয়মিত অংশ নিতে পারেননি। তাই বর্তমানে পরবর্তী ব্যাচের সঙ্গে অধ্যয়ন করছেন। তাঁর কয়েকজন সহপাঠী বলেন, ওই ছাত্রী হতাশায় ভুগছিলেন। বেশ কয়েকটি পরীক্ষা বাকি ছিল। সেগুলো নিতে শিক্ষকরা অস্বীকৃতি জানান। ফলে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।
এর পর শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা গুরুতর আহত ছাত্রীর সুচিকিৎসা দাবি করেন। তাছাড়া সেমিস্টারে দুটি ক্লাস পরীক্ষা ও দুটি কুইজের পরিবর্তে একটি পরীক্ষা ও কুইজের নিয়ম করার দাবি তোলেন তাঁরা।
দাবির মধ্যে আরও রয়েছে– এক্সাম উইকের (পরীক্ষা সপ্তাহ) ব্যবস্থা করা, ল্যাব খাতা লেখার নিয়ম সহজ করা এবং ক্লাসে উপস্থিতির হারের ভিত্তিতে পরীক্ষায় অংশ নেওয়ার নিয়ম শিথিল করা।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুহুল বলেন, কঠোর পরীক্ষা পদ্ধতির কারণে আমরা যারপরনাই ভোগান্তির শিকার। শিক্ষকরা অমানবিক আচরণ করেন। এ কারণে আত্মহত্যার চেষ্টার ঘটনাও দেখতে হলো।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ছাত্রনেতারা। পরে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ফরহাদ হোসাইন ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক আবদুল হালিম। আহত শিক্ষার্থীর চিকিৎসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন অধ্যাপক ফরহাদ। এ সময় শিক্ষার্থীদের অন্য দাবিগুলো লিখিত আকারে দেওয়ার কথা বলেন।