দৈনিকশিক্ষাডটকম, শেকৃবি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের তোফায়েল আহমেদ নামের এক শিক্ষার্থী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে একটি চিঠি লিখে একসাথে ১০টি ঘুমের ঔষধ খান তোফায়েল। পরে তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়।
আত্মহত্যা চেষ্টার আগে তোফায়েল তার ফেসবুক ওয়ালে ‘গুডবাই’ লিখে পোস্ট করেন। আর চিরকুটে লেখেন, ‘বিচার কখনোই একপাক্ষিক হলে সেটা সঠিক বিচার হয়না। আমার মৃত্যুর জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী।’
তোফায়েলের বন্ধুরা জানায়, গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি অনুষ্ঠানে বহিরাগতদের সঙ্গে তোফায়েলসহ কিছু শিক্ষার্থীর ঝামেলা হয়। ঘটনার ১০ দিনের মাথায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তোফায়েল।এর জেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে মনে করেন তার সহপাঠীরা। বাকিরাও চরম হতাশায় রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুন উর রশিদ বলেন, ‘চিকিৎসক রোগীর সামগ্রিক পরিস্থিতি দেখাশোনা করছে। তবে আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে আমরা এখনো অবগত নই।’