প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির স্বপ্ন জয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন ভিসি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী তাঁর পরিবার থেকে রাজনীতি শিখেছেন। তার কর্মগুণে দেশ-বিদেশে সম্মানজনক নানা উপাধিতে ভূষিত হয়েছেন। পরিণত ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির দিকে অব্যাহতভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করছেন।
অধ্যাপক ড. মো. নূরুল আলম, তিনি (শেখ হাসিনা) বর্তমান বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তাঁর নেতৃত্বে পদ্মা সেতু, কর্ণফুলি ট্যানেল, উড়াল সড়ক ও মেট্রো রেল ব্যবস্থা গড়ে তোলার বাঙালির স্বপ্ন জয় সম্ভব হয়েছে। তিনি বাঙালির আস্থা ও আশা ভরসার প্রতীক হিসেবে মানুষের মণি কোঠায় ঠাঁই করে নিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. এ এ মামুন, অধ্যাপক ড. আব্দুল্লাহ হেল কাফি, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ছাত্রলীগ জাবি শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।