বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্বস্তি থাকার পরোও দেশের মানুষের ওপর সেই প্রভাব পরতে দেয়নি বর্তমান সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থসামাজিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু যারা
সোমবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) সুপ্রভাত হালদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। একইসঙ্গে এই দেশের জন্য বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অবদান উপলব্ধি করতে হবে। তাহলেই তারা বুঝবে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি তারাই ১৫ই আগস্ট ও ২১ আগস্টের মতো জাতীয় ট্রাজেডির জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. তানজিন হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।