বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মিশন-ভিশন বাস্তবায়নে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশের’ আদলে ‘স্মার্ট ছাত্রলীগ’ গড়তে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারা।
বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।
সকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে সদর উপজেলার সামনে থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে জেলা ছাত্রলীগের সভাপতি অনিকুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইতেখার মাহমুদ সজলের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিভিন্ন সবজি বিতরণ করা হয়। ব্যক্তিগত জমিতে উৎপাদিত লাউ, শিম, লাল শাক, কলমি শাক, মূলা, আলু, ঝিঙ্গা, বেগুনসহ ৮ প্রকারের সবজি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রখেন জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সদর উপজেরা ভাইস চেয়ারম্যান এস.এম বায়েজিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগে আহ্বায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, গোপাল বসু, শেখ হাসান মামুন, ছাত্রলীগ নেতা সাইফুল আলম খান রাসেল, শিবলী রহমান শুভ, সুপান্ত হালদার, রাব্বি ইসলাম অপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।