শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে আড়ম্বরপূর্ণ ভাবে এ পূজা উদযাপন করা হয়।
সকাল ১০ টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজার শুরুতে এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তদের বিমোহিত করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদযাপন কমিটির আহ্বায়ক চন্দ্র শেখর অধিকারী, শিক্ষার্থী ও বহিরাগত শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, উৎপল কুমার দাস, অঞ্জু রানী বিশ্বাস, তপতী ধর প্রমুখ।
এসময় কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসসহ উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মচারী ও এলাকার অসংখ্য ভক্ত। পূজায় শতাধিক শিক্ষার্থী অঞ্জলি নেয়। সর্বশেষ প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।