শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন - দৈনিকশিক্ষা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন

ফকিরহাট প্রতিনিধি |

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বিজয় র‌্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

র‌্যালি শেষে কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্বর্যে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ৯ টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।

সভার শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কোরান থেকে তেলওয়াত করেন প্রভাষক মো. শেখ আমিনুল হক এবং গীতা পাঠ করেন সহকারী অধ্যাপক অপূর্ব লাল সাহা। 

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক চন্দ্র শেখর অধিকারী। সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীনের উপস্থাপনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দীন মোহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাশ, সেখ তারিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, পলি দাশ, সালমা খাতুন, আহ্বায়ক দিপংকর রায়, প্রভাষক সুব্রত কুমার দাম, শেখ মাহবুবা ফেরদৌসী, শেখ শামীম ইসলামসহ অনেকেু। 

সভায় সব বক্তারা শিক্ষার প্রতিটি স্তরে স্বাধীনতার ইতিহাস বাধ্যতামূলক করা এবং বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা এবং বীর শহীদদের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।  

অধ্যক্ষ বটু গোপাল দাস বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, যাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন তাঁদের মতো সবাইকে দেশ প্রেমিক হতে হবে। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে অকৃপণভাবে নিবেদিত হয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে দীপ্ত সৈনিক হওয়ার আহ্বান জানান। 

আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন কলেজের শিক্ষক এবং ছাত্র-ছাত্রী। সর্বশেষ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর স্বরচিত লেখা বই পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039980411529541