ন্যাশানাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম)-এর চার সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বিকাল ৫টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করেন। প্রশিক্ষণ টিমে ছিলেন কোর্স কর্ডিনেটর শাহ্ মো. আব্দুল মাহমুদ, ট্রেইনার মো. মাসুদ রানা, মো. নাহীদ ফেরদৌস ভুঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুর রহমান, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, সহকারী প্রধান শিক্ষক মলিনা দাস, সহকারী শিক্ষক তারক চন্দ্র মন্ডল প্রমুখ। পরিদর্শন টিম কলেজের বঙ্গবন্ধু পুষ্পকানন, ঐতিহ্যবাহী শহীদ মিনার, রূপা চৌধুরী লাইব্রেরি, মেয়েদের চেঞ্জরুম, কলেজ ক্যাম্পাসসহ প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন এবং সন্তোষ প্রকাশ করেন।
টিম কোর্ডিনেটর বলেন, রুরাল এলাকায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে আমার ভাবনায় ছিলো না। পরিদর্শন টিম সর্বশেষ কলেজের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।