ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফার্মাফেস্ট-২০২৩’ শেষ হয়েছে। ফার্মেসী বিভাগ, ফার্মেসী অনুষদ এবং ফার্মেসী ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফেস্টে অংশ নেন ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ ফার্মাসিস্ট, ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দুই দিনের এ অনুষ্ঠান শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের ওষুধ শিল্পকে আরও এগিয়ে নিতে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে ইন্ডাস্ট্রি একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. হালিমুজ্জামান বক্তব্য রাখেন।