দৈনিকশিক্ষাডটকম, শেহাবি : নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) গাড়িচালক পদে চাকরি দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার পেতে থানায় অভিযোগ দেন জেলার বারহাট্টার বিক্রমশ্রী গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. আল আমিন।
অভিযুক্ত বারহাট্টার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক (সবুজ)।
বৃহস্পতিবার সকালে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত ২৭ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ জমা দেন বলে জানান অভিযোগকারী মো. আল আমিন।
অভিযোগে জানা যায়, অভিযোগকারীর সঙ্গে অভিযুক্ত প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে পরিচিত। প্রায় সময় অভিযোগকারীর খোঁজখবর নিতেন এবং তাকে চাকরির জন্য আবেদন করতে বলতেন প্রধান শিক্ষক সবুজ। কথামত শেহাবিতে গাড়িচালক পদে অভিযোগকারীর আবেদনপত্রটি সবুজ নিজে জমা দেন এবং এ পদের জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। গত বছর ১ জুন বেলা সাড়ে ১১টার দিকে বারহাট্টা স্টেশন রোডে কাঞ্চনের দোকানে মো. কাঞ্চন মিয়া, মো. গোলাম রব্বানী, পলাশ বিশ্বাস ও শাহিনুর রহমান শাহিনের উপস্থিতিতে সমুদয় টাকা দেন এবং চাকরি দিতে না পারলে এই টাকা ফেরত দিবেন বলে অভিযোগকারীকে আশ্বস্থ করেন সবুজ ।
অভিযোগকারী চাকরি তো পেলেন না, টাকাও ফেরত পেলেন না। টাকা ফেরতের জন্য অভিযোগকারী কল দিলে রিসিভ করেন না এবং দেখা হলে, দিই-দিচ্ছি বলে এখানো টাকা ফেরত দেননি সবুজ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সবুজ বলেন, আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার বিষয়টি জানা নেই। আপনি অভিযোগকারী হিসেবে যে আল আমিনের নাম বললেন, সে ব্যক্তি হামলা করে আমার মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত।