দৈনিকশিক্ষাডটকম, ঝালকাঠি : সংবিধান ও আইন বিশেষজ্ঞ, লেখক, গবেষক ও জ্ঞানতাপস সাংবাদিক মিজানুর রহমান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পৌর সিটিপার্কে দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তা ঝালকাঠি অফিসের এ আয়োজনে শ্রদ্ধা ও ভালবাসায় তাঁকে স্মরণ করা হয়।
দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তার বিশেষ প্রতিনিধি (বরিশাল অঞ্চল) পলাশ রায়ের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, লেখক-গবেষক ড. কামরুন্নেছা আজাদ, কবি ও লেখক মু আল-আমীন বাকলাই, পৌর কাউন্সিলর হুমায়ুন কবীর সাগর, জ্ঞানতাপস মিজানুর রহমান খানের শৈশবের বন্ধু সাংবাদিক সাখাওয়াত হোসেন খোকন, দৈনিক শিক্ষাডটকমের ঝালকাঠি প্রতিনিধি কামরুজ্জামান সুইট ও দৈনিক আমাদের বার্তার মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি মাহাবুব সৈকত।
বক্তারা বলেন, মাত্র ৫৩ বছরে আমরা মিজানুর রহমান খানকে হারিয়েছি। তবে এই অল্প দিনের সাধনায় তিনি আমাদের যা দিয়েছেন তা যুগ যুগ ধরে দেশে বিদেশে সব শ্রেণির মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করবে।
ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর তার বক্তব্যে বলেন, এমন মানুষ দেশে দেশে বিরল। ঝালকাঠি জেলা তথ্য অফিস জ্ঞানতাপস মিজানুর রহমান খানের লেখা গ্রন্থগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বলেও জানান তথ্য কর্মকর্তা।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি রাজধানীর মহাখালীর এক বেসরকারি হাসপাতালে মিজানুর রহমান খানের অকাল প্রয়াণ হয়। ঢাকার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হন তিনি।
জ্ঞানতাপস সাংবাদিক মিজানুর রহমান খান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সংবিধান বিষয় পড়াতেন। আইন-আদালত ও কূটনীতির জটিল-কঠিন বিষয়গুলো তিনি সহজ করে পাঠকের কাছে উপস্থাপন ও ব্যাখ্যা করেছেন। যেগুলো দৈনিক যুগান্তর, সমকাল, মানবজমিন, প্রথম আলো ইত্যাদি পত্রিকার মাধ্যমে পাঠকদের মাঝে ছড়িয়ে পড়ে। এছাড়া তিনি দৈনিক খবর এবং দৈনিক বাংলাবাজার ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও কূটনৈতিক প্রতিবেদক পদে দায়িত্ব পালন করেন। সংবিধান ও সংসদীয় বিষয়, আইন-আদালত এবং কূটনীতির জটিল বিষয়গুলোকে বিশ্বাসযোগ্য ও জনপ্রিয়করণে তার একক ভূমিকা ছিলো।