শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া - দৈনিকশিক্ষা

শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

দৈনিক শিক্ষাডটকম, খুবি |

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পরে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা, নৌ ও পুলিশ সদস্য কাজ করছে। 

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সময়ন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনে করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেয়।

 

সেখানে কথাকাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। এ সময় দুজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যান। একপর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন। দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম বলেন, রাজিব পরিবহনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুলনায় আসছিলেন। সেখানে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয় বাসের সদস্যদের সঙ্গে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে মারধর করে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ছাড়িয়ে নিতে বাসস্ট্যান্ডে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মেডিক্যাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ - dainik shiksha মেডিক্যাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এমপিও শিক্ষকদের নভেম্বরের বেতন দেরির নেপথ্যে - dainik shiksha এমপিও শিক্ষকদের নভেম্বরের বেতন দেরির নেপথ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ শুরু নোট-গাইড কোম্পানির প্রতিনিধিদের - dainik shiksha প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ শুরু নোট-গাইড কোম্পানির প্রতিনিধিদের দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা - dainik shiksha দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা কারিগরি শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় শিক্ষাপ্রতিষ্ঠানের খাসজমি কারো নামে রেকর্ড কিনা জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের খাসজমি কারো নামে রেকর্ড কিনা জানতে চায় অধিদপ্তর বিশাল ব্যয়েও উপবৃত্তিতে নেই কাঙ্ক্ষিত ফল - dainik shiksha বিশাল ব্যয়েও উপবৃত্তিতে নেই কাঙ্ক্ষিত ফল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0040919780731201