গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পালন করছে ট্রাফিক এবং পরিচ্ছন্নতা কর্মীর কাজ। কেউ ঝাড়ু হাতে, কেউবা বস্তা হাতে নিয়ে করছেন পরিচ্ছন্নতার কাজ আবার কেউ কাটফাটা রোদে রাস্তার মাঝে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই উপজেলার পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং আশপাশের সংযোগ সড়কে পরিচ্ছন্নতা এবং ট্রাফিকের দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা দলবেঁধে ঘষেমেজে যেনো নতুন রূপে সাজিয়ে তুলছেন দেশটাকে।
শিক্ষার্থীদের এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন সচেতন নাগরিকরাও। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তারাও। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ এবং প্রসংশা করছেন সর্বস্তরের জনগণ।
শিক্ষার্থীরা তাদের হাতে-হাতে রাস্তায় গাড়িচালকদের জন্য উপদেশমূলক ফেস্টুন নিয়েও দাঁড়িয়ে থাকেন রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা বলেন, আমাদের এই দেশটাকে ভালোবেসে আমরা রাস্তায় নেমেছি। তাছাড়াও আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবেও দায়িত্ব দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। তাই আমরা সারাদেশের ছাত্ররা রাস্তায় নেমেছি, রাস্তা পরিচ্ছন্নতা এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি।
আমরা চাই আমাদেরকে দেখে যার-যার অবস্থান থেকে সবাই সচেতন হবে এবং আমাদের সঙ্গে এগিয়ে আসবেন। আমরা সবাই মিলেমিশে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চাই।