শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে ইলেকট্রনিক্সের শোরুম! - দৈনিকশিক্ষা

শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে ইলেকট্রনিক্সের শোরুম!

দৈনিক শিক্ষাডটকম, রংপুর |

মিঠাপুকুরে শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতিতে ক্ষুণ্ন হচ্ছে বিদ্যালয়ের লেখাপড়ার মান। নেই কমন রুম, কম্পিউটার ল্যাব, পাঠাগার, নামাজ ঘর ও পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা। এরপরও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের একজন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। দুটি ইলেকট্রনিক্স শো-রুম দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলে এলেও রাজনৈতিক কারণে প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। এসব অনিয়মের সমাধান চেয়ে ওই বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের আঞ্চলিক মহাসড়ক লাগোয়া দুটি শ্রেণিকক্ষে করা হয়েছে দুটি ইলেকট্রনিক্স শো-রুম। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ওই বিদ্যালয়ের সভাপতি মাহবুবুল আলম ও আরেকটির মালিক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া। প্রায় বছরতিনেক আগে শ্রেণিকক্ষ দুটি শো-রুমে রূপান্তরিত করেন তারা। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব পালন করার সময় তারা শ্রেণিকক্ষ দুটি ১০ বছরের জন্য লিজ নিয়ে এমনটি করেছেন। এর ফলে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এছাড়াও বিদ্যালয়টিতে রয়েছে শ্রেণিকক্ষ সংকট। শিক্ষার্থীদের ঠিকমতো লেখাপড়া করার মতো পরিবেশ নেই। এর ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে শিক্ষার্থীর সংখ্যা। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বাঁচাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। 

  

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টিতে নেই কমনরুম, কম্পিউটার ল্যাব, পাঠাগার, নামাজ ঘর ও পর্যাপ্ত টয়লেট সুবিধা। প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ে সভাপতি থাকাকালীন মাহবুবুর রহমান ও সহকারী শিক্ষক রিপন মিয়া ১০ বছরের জন্য শো-রুম দুটি ভাড়া নেন। ১০ লাখ টাকা জামানতের বিনিময়ে শো-রুম দুটি করতে দেওয়া হয়েছে। প্রতি মাসে তারা ৭ হাজার টাকা ভাড়া প্রদান করছেন। তিনি আরও বলেন, ১০ লাখ টাকা দিয়ে ওই শো-রুম দুটি সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট নেই বলে দাবি করেন তিনি। শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী এসে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম দিনের ভাইভায় যেসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রার্থীরা - dainik shiksha প্রথম দিনের ভাইভায় যেসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রার্থীরা পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়া যেভাবে আড়ালে - dainik shiksha পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়া যেভাবে আড়ালে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলে বেপরোয়া ছিলেন সাদিক আব্দুল্লাহ - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলে বেপরোয়া ছিলেন সাদিক আব্দুল্লাহ জাতি গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha জাতি গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ - dainik shiksha প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ please click here to view dainikshiksha website Execution time: 0.0034139156341553