দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী কলিম শরাফীর জন্মদিন আজ। কলিম শরাফী ১৯২৪ খ্রিষ্টাব্দের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাডিহি গ্রামের এক পীর বংশে জন্মগ্রহণ করেন।
১৯৪৭ খ্রিষ্টাব্দে তিনি শুভ গুহঠাকুরতা প্রতিষ্ঠিত শিক্ষায়তন ‘দক্ষিণী’তে রবীন্দ্রসঙ্গীতের ছাত্র হিসেবে যোগ দেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। ১৯৪২ খ্রিষ্টাব্দে ‘ভারত ছাড়’ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ার পর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কারাগারে কাটে এক বছরেরও বেশি সময়। কলকাতায় রবীন্দ্র সংগীত শিক্ষা গ্রহণের পর কিছুকাল শিক্ষকতাও করেন সেখানে।
১৯৫০ খ্রিষ্টাব্দে তিনি ঢাকায় আসেন। কলিম শরাফী ১৯৬৪ থেকে ১৯৬৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত তৎকালীন পাকিস্তান টেলিভিশনে অনুষ্ঠানে পরিচালক হিসেবে কাজ করেন।
রবীন্দ্র সংগীত চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৮৬ খ্রিষ্টাব্দে কলিম শরাফী ‘একুশে পদক’-এ সম্মানিত হন। এ ছাড়া তিনি নাসির উদ্দিন স্বর্ণপদক, বেতার টিভি শিল্পী সংসদ, বাংলা একাডেমির ফেলোশিপ, কলকাতার রায়মঙ্গল থেকে সত্যজিৎ রায় পদকে ভূষিত হন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সভাপতি ছিলেন।
২০১০ খ্রিষ্টাব্দের ২ নভেম্বর তিনি ঢাকায় মারা যান।