আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ যতো দিন সঙ্গে আছে ততো দিন কোনো বার্তায় লাভ হবে না। তএখন শেষ বার্তা দিচ্ছে তারা। আমাদের বার্তা হচ্ছে আমরা সংবিধান থেকে এক চুলও নড়বো না, সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে। আশ্বস্ত করলাম দেশি-বিদেশি বন্ধুদেরও, আমরা ক্রেডিবল, এক্সেপ্টেবল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবো।
মঙ্গলবার শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তারা ১৫ বছরে কমপক্ষে ১৫শ’ বার্তা দিয়েছে। একে একে ১৫ বছর চলে গেছে, আন্দোলন করবে, মরা গাঙে জোয়ার নাই। জোয়ার আর আসে না।
বাংলাদেশ আওমীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সভাপতি একেএন রহমত উল্লাহর সভাপতিত্বে সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও তারিক সুজাত বক্তব্য দেন। পরে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।