বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন বলেছেন, সংস্কৃতি ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। সংস্কৃতির চর্চা করলে মুক্ত চিন্তা ও মুক্তবুদ্ধির মানুষ হওয়া যায়। আর শিশুরা সংস্কৃতির চর্চা করলে শিশুদের মেধা বিকশিত হয়। তাই শিশুদের আগামী দিনের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিশুরাই বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটাবে।
মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষাণার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হক।
জেলা সাংস্কৃতিক উৎসবে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল শিশু একাডেমির প্রশিক্ষাণার্থীরা অংশগ্রহণ করেন।